০৯ নং চেরাগপুর ইউনিয়নের চান্দা-আলীপুর গ্রামে ১০৮ কক্ষবিশিষ্ট একটি বিশাল বাড়ি রয়েছে এবং বাড়ি সংলগ্ন একটি পুকুরও রয়েছে। সময়ে সময়ে পর্যটকরা এখানে দর্শন করার জন্য আসেন। আনুমানিক ৫০ মিটার জায়গা নিয়ে বাড়িটি সীমাবদ্ধ এবং পুকুরটির প্রায় দৈর্ঘ্য- ৪০ মিটার এবং প্রস্থ- ২০ মিটার।